মৌরিতানিয়ায় নৌকাডুবিতে প্রাণ গেল ১৫ জনের, নিখোঁজ ১৫০

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৫, ২০২৪, ০৯:৩৯ এএম

মৌরিতানিয়ায় নৌকাডুবিতে প্রাণ গেল ১৫ জনের, নিখোঁজ ১৫০

ছবি: সংগৃহীত

মৌরিতানিয়ার রাজধানী নোয়াকচটের পার্শ্ববর্তী উপকূলীয় এলাকায় নৌকাডুবির ঘটনায় ১৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৫০ জন। আক্রান্ত নৌকাটিতে ৩০০ যাত্রী থাকার তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

বুধবার (২৪ জুলাই) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত ২২ জুলাই নৌকাটি ডোবার আগে সাতদিন ধরে সমুদ্রে ভাসছিল। ৩০০ যাত্রী বোঝাই নৌকাটির অবস্থান ছিল গাম্বিয়ার পিরোগোতে।

জাতিসংঘ অভিবাসন সংস্থা জানায়, মৌরিতানিয়ার কোস্ট গার্ড ১২০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে তারা। উদ্ধারকারীদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। জীবিতদের মধ্যে রয়েছে একাধিক শিশুও।

সূত্র: আল জাজিরা

Link copied!