ইউরোপে প্রবেশের চেষ্টা: ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৮, ২০২৩, ০৭:৫৪ পিএম

ইউরোপে প্রবেশের চেষ্টা: ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

সংগৃহীত ফাইল ছবি

তিউনিসিয়া থেকে সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে।  এ দুর্ঘটনায় তিউনিসিয়ার কোস্টগার্ড সদস্যরা দুইজনকে জীবিত উদ্ধার করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, উত্তর আফ্রিকার তিউনিসিয়া ও পশ্চিম সাহারার উপকূলের কাছাকাছি নৌকাডুবির ঘটনা ঘটে। ৫৭ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে ওই নৌকাটির গন্তব্য ছিল অবৈধভাবে ইউরোপে প্রবেশ করা।

স্থানীয় সময় রবিবার এ দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই সাব-সাহারা আফ্রিকার বাসিন্দা বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। 

ইউরোপের দেশগুলোতে পাড়ি জমাতে ভূমধ্যসাগর রুট ব্যবহার করে অভিবাসনপ্রত্যাশীরা। জীবনের মৃত্যুঝুঁকি রয়েছে জেনেও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকেরা ভাগ্য বদলাতে ইউরোপের দেশ ইতালিসহ অন্যান্য দেশে যাওয়ার জন্য এই ভূমধ্যসাগর রুট ব্যবহার করেন।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সবশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর এই ঝুঁকিপূর্ণ রুটটিতে ইতালি যাওয়ার পথে এক হাজার ৮০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী মৃত্যুবরণ করেন। গত বছর মৃত্যু হয় ৯ শতাধিক অভিবাসনপ্রত্যাশীর।

Link copied!