ভূমধ্যসাগরে নৌকাডুবে প্রাণ হারালেন ১৬ অভিবাসনপ্রত্যাশী

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৮, ২০২৩, ০২:৫৬ পিএম

ভূমধ্যসাগরে নৌকাডুবে প্রাণ হারালেন ১৬ অভিবাসনপ্রত্যাশী

প্রতীকী ছবি

ইউরোপ যাওয়ার পথে আফ্রিকার দেশ তিউনিসিয়া ও পশ্চিম সাহারার উপকূলে ভূমধ্যসাগরে নৌকা ডুবে অন্তত ১৬ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। 

আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সাফাক্স আদালতের মুখপাত্র ফওজি মাসমুদি বলেন, নৌকাটিতে অন্তত ৫৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। এর মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অব্যাহত। 

ফওজি মাসমুদি আরও বলেন, রবিবার সন্ধ্যা পর্যন্ত আরও ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে ডুবে যাওয়া নৌকার ১১ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, মরক্কো জানিয়েছে সোমবার ৫ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে। তারা সেনেগালের নাগরিক। পশ্চিম সাহারা উপকূলের ভূমধ্যসাগরে একটি নৌকা ডুবে এ প্রাণহানি ঘটেছে। ডুবে যাওয়া নৌকা থেকে ১৮৯ জনকে উদ্ধার করা হয়েছে।

Link copied!