গাজার ২২ লাখ মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তার প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২১, ২০২৩, ০৫:০৩ পিএম

গাজার ২২ লাখ মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তার প্রয়োজন

যুদ্ধবিধ্বস্ত গাজায় আহত নারী-শিশু। ছবি: রয়টার্স

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, চলমান হামাস-ইসরায়েল সংঘাতে গাজা উপত্যকার খাদ্যব্যবস্থা ভেঙে পড়ছে। এ অবস্থায় সেখানকার প্রায় ২২ লাখ মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তার প্রয়োজন বলে মনে করছে সংস্থাটি।

আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে ডব্লিউএফপির বরাতে জানানো হয়, গাজার এই সংকটাবস্থায় জ্বালানি, গ্যাস ও যোগাযোগের মতো জরুরি পরিষেবাগুলোর সরবরাহ বাড়াতে হবে। এজন্য ডব্লিউএফপিসহ অন্যান্য সংস্থাগুলো সবসময় প্রস্তুত রয়েছে।  

খাবার, পানি এবং জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় মানবিক বিপর্যয়ে পড়েছে গাজার মানুষ। খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহের জন্য যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। চুক্তির জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতারও। কিন্তু এর মধ্যেও বন্ধ হয়নি ইসরায়েলের হামলা।

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইসরায়েল সংঘাতে এ পর্যন্ত ১৩ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৫৬০০ জনই শিশু। এখনো গাজায় অব্যাহত বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল।

Link copied!