গাজায় ইসরায়েলি হামলায় ২১০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৯, ২০২৪, ১০:৩৯ এএম

গাজায় ইসরায়েলি হামলায় ২১০ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলা যেন থামার নাম নেই। ছবি: সংগৃহীত

গাজায় স্থল, আকাশ ও সমুদ্রে ইসরায়েলি হামলা যেন থামার নাম নেই। তাদের হামলায় দিশেহারা ও আতঙ্কিত হয়ে পড়েছেন নারী-শিশুসহ সেখানকার বাসিন্দারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখনও পর্যন্ত সেখানে ২১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গতকাল শনিবার গাজার অবরুদ্ধ অঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বিশেষ করে মধ্য গাজার দেইর-আল বালাহ ও নুসেইরাত শরণার্থী শিবিরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এছাড়া গাজার দক্ষিণে রাফাহ শহরের পশ্চিম প্রান্তের বেশ কয়েকটি বসতবাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং গাজা নগরীর উত্তরের বিভিন্ন স্থাপনায় হামলা করেছে ইসরায়েলিরা। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

গাজায় ইসরায়েলি হামলার জেরে লাখখানেক উদ্বাস্তুদের মধ্যে চলমান যুদ্ধ-পরিস্থিতি উদ্বেগ তৈরি করছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে দেশটিতে ১ হাজার ১৩৯ জন নিহত হন। প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাস সদস্যরা। সেদিন থেকেই গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা চলছে। এখন পর্যন্ত ৩৬ হাজার ৭৩১ জন নিহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা

Link copied!