ভারতের জম্মু-কাশ্মিরে ভারতীয় ৪ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৬, ২০২৪, ০৩:৫৭ পিএম

ভারতের জম্মু-কাশ্মিরে ভারতীয় ৪ সেনা নিহত

ছবি: সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মিরের ডোডা জেলায় জঙ্গিদের সঙ্গে এক সংঘাতে কর্মকর্তাসহ অন্তত চারজন ভারতীয় সেনা নিহত হয়েছেন।

গতকাল সোমবার (১৫ জুলাই) রাত নয়টার দিকে এই এনকাউন্টারে নিহত ৫ সেনার পরিচয়- ক্যাপ্টেন ব্রিজেশ থাপা, নায়েক ডি রাজেশ, সিপাহী বিজেন্দ্র ও সিপাহী অজয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) ভারতের সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। গত ১০ দিনে জঙ্গিদের সঙ্গে ভারতীয় বাহিনীর দ্বিতীয় বড় সংঘাত এটি।

ভারতীয় সেনাবাহিনী জানায়, জম্মু-কাশ্মিরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ডোডা জেলায় জঙ্গিবিরোধী অভিযানে অংশগ্রহণকালীন প্রাণ বিসর্জন দেন ৪ সেনা। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকারও জানায় দেশটির সেনাবাহিনী। কর্মকর্তারা জানান, ভারতের সেনা ও জম্মু-কাশ্মীরের পুলিশ ডোডা জেলার ডেসা অঞ্চলে অভিযান শুরু করে। সেখানে জঙ্গিদের উপস্থিতির বিষয়ে তথ্য প্রাপ্তির পর এই অভিযান শুরু হয়।

এদিকে জম্মু-কাশ্মিরে সংঘাতের ঘটনার জেরে লোকসভার প্রধান বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেন, ‍“জম্মু-কাশ্মিরে নরেন্দ্র মোদি সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে স্থানীয় জনসাধারণ।”

গত সপ্তাহে জম্মুর কাঠুয়া অঞ্চলে জঙ্গি হামলায় অন্তত পাঁচজন ভারতীয় সেনা নিহতের খবর আসে। উল্লেখ্য, গত ৩২ মাসে জম্মুতে জঙ্গি হামলায় ৪৮ ভারতীয় সেনা নিহত হয়েছেন। যা ভারতবাসীর জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: আনাদোলু

Link copied!