দুর্ভিক্ষের মুখে থাকা যুদ্ধবিধ্বস্ত, অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহল গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ প্যাকেজের আঘাতে অন্তত পাঁচজন নিহত হয়েছে।
শুক্রবার গাজা সিটির পশ্চিমে আল শাতি শরণার্থী শিবিরে ঘটা এ ঘটনাটিতে আরও ১০ জন আহত হয়েছেন বলে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা জানিয়েছেন।
ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ্পি লাজারিনি বলেছেন, তাঁদের বিভিন্ন স্থাপনার ওপর হামলার মাধ্যমে ‘আন্তর্জাতিক মানবিক আইনের উপেক্ষা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।’
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল।
গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ইসরায়েলি হামলায় উপত্যকায় নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ১১২ জন।