মালিতে সোনার খনিতে সুড়ঙ্গ ধসে নিহত ৭৩

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৪, ০৯:২৫ এএম

মালিতে সোনার খনিতে সুড়ঙ্গ ধসে নিহত ৭৩

ঘটনাস্থলে ২০০ জনেরও বেশি শ্রমিক ছিল।

আফ্রিকার দেশ মালিতে সোনার খনির সুড়ঙ্গ ধসে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ঘটনাস্থলে ২০০ জনেরও বেশি শ্রমিক ছিল।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

মালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাঙ্গাবার স্বর্ণ খনির কর্মকর্তা ওমর সিদিবে এএফপিকে বলেন, ‘গত শুক্রবার দুর্ঘটনাটি ঘটে। এর শুরু হয়েছিল বিকট শব্দ দিয়ে। সোনার খনিটিতে দুই শতাধিক শ্রমিক ছিলেন। উদ্ধার কাজ সমাপ্ত হয়েছে। আমরা ৭৩ জনের মরদেহ উদ্ধার করেছি।’ স্থানীয় কাউন্সিলের পক্ষ থেকেও মৃতের একই সংখ্যার কথা বলা হয়েছে।

মালি বিশ্বের সবচেয়ে গরীব দেশগুলোর মধ্যে একটি। তবে এটি আফ্রিকার অন্যতম শীর্ষ সোনা উৎপাদনকারী দেশ।   

Link copied!