আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১, ২০২৪, ১০:২৮ এএম

আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত

আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯  শিশু নিহত হয়েছে। এছাড়া আরও ৩ শিশু আহত হয়। ঘটনাটি দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘটেছে।

আফগানিস্তানে বিভিন্নমুখী সংঘাতকালীন মাটিতে পুঁতে রাখা অবিস্ফোরিত ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। এরকম আরও বিভিন্ন জায়গায় ল্যান্ডমাইন পুঁতে রাখা হয়েছে বলেও জানানো হয়েছে।

আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রাদেশিক প্রধান হামিদুল্লাহ নিসার বলেন, ‘রোববার গজনি প্রদেশের গেরু অঞ্চলে একদল শিশু খেলা করছিল। তখন ওই ল্যান্ডমাইনের বিস্ফোরণ ঘটে।’

নিসার এএফপিকে বলেন, ‘আফগানিস্তানে রুশ আগ্রাসনের সময় থেকেই মাটিতে থেকে গেছিল একটি অবিস্ফোরিত মাইন। শিশুদের খেলার সময়ই এটি বিস্ফোরিত হয়।’

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত ল্যান্ডমাইনটি নয় শিশুকে হত্যা করেছে।’

গজনি পুলিশ জানিয়েছে, নিহত শিশুদের মধ্যে ছিল পাঁচজন মেয়ে ও চারজন ছেলে। তাদের সবার বয়স ৪-১০ বছরের মধ্যে।

উল্লেখ্য, ১৯৭৯ সালে সোভিয়েত আগ্রাসন, এরপর গৃহযুদ্ধ ও বিদেশিদের সমর্থিত সরকারের বিরুদ্ধে ২০ বছর ধরে চলা তালেবান বিদ্রোহের কারণে কয়েক দশক জুড়ে সংঘাত চলেছে আফগানিস্তানে। দেশটির বিস্তৃত অঞ্চলের মাটি এখনো অবিস্ফোরিত মাইন, গ্রেনেড ও মর্টারে ভর্তি। ২০২১ সালের ১৫ আগস্ট তালেবানরা ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে সহিংসতার পরিমাণ অনেকটাই কমেছে। তবে অবিস্ফোরিত অস্ত্র ও মাইন বিস্ফোরণে এখনো প্রাণ হারাচ্ছে মানুষ। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি বলছে, শিশুরাই এসব দুর্ঘটনার প্রধান শিকার।

সূত্র: আল আরাবিয়্যা

Link copied!