মারা গেলেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিডিয়া উপদেষ্টা লুনা আল শিবল (৪৮)। গতকাল শুক্রবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রেসিডেন্টের অফিস।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার সিরিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা লুনা আল শিবলের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এর আগে গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। গত কয়েক বছর ধরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক ও মিডিয়া পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দুর্ঘটনায় মৃত্যু পর্যন্ত প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করতেন লুনা আল শিবল।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী গত মঙ্গলবার গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর লুনা আল শিবন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগছিলেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় সাংবাদিকতা ছেড়ে বাশার আল আসাদের মিডিয়া উপদেষ্টা হিসেবে যোগদান করেন লুনা আল শিবল। ২০১১ সালে সিরিয়ার রাজধানী দামেস্কে শান্তিকামী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নকে কেন্দ্র করে গৃহযুদ্ধ শুরুর সময় তিনি হয়ে ওঠেন বাশাল আল আসাদ সরকারের ঘনিষ্ঠ। পরবর্তীতে নিজের যোগাযোগ দক্ষতায় গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণসহ বাশার আল আসাদের সঙ্গে বিদেশ সফরেও যেতেন তিনি।
সূত্র: আল মনিটর, দ্য নিউ আরব