ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আফগানিস্তানের দূতাবাসের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর ) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
দিল্লিতে আফগান দূতাবাসটি ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনির সরকার নিযুক্ত কর্মীদের দ্বারা পরিচালিত হয়ে আসছিল।
বিবৃতিতে বলা হয়েছে, নয়াদিল্লিতে ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তানের দূতাবাস বৃহস্পতিবার (২৩ নভেম্বর ) থেকে তার কূটনৈতিক মিশন স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এখন আফগান প্রজাতন্ত্রের কোনো কূটনীতিক আর ভারতে নেই। রাষ্ট্রদূত ফরিদ মামুনদাজে ও দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা নিরাপদে তৃতীয় দেশে চলে গেছেন।
এ ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আফগানিস্তানে তালেবানের পররাষ্ট্র দপ্তরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান সরকার। কিন্তু ভারত তালেবান সরকারকে এখন পর্যন্ত স্বীকৃতি না দেওয়ায় আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে কাবুল থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিয়েছিল ভারত। সেই থেকেই দিল্লির আফগানিস্তানে কূটনৈতিক উপস্থিতি নেই ।