আফগান যোদ্ধারা যুক্তরাজ্যকে ‘বিশ্বাসঘাতক’ বলছেন

বিবিসি

ডিসেম্বর ১১, ২০২৩, ০৯:০০ পিএম

আফগান যোদ্ধারা যুক্তরাজ্যকে ‘বিশ্বাসঘাতক’ বলছেন

ছবি: সংগৃহীত

একসময় আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর সাথে তালেবানের বিরুদ্ধে লড়াই করেছিলেন আফগান বিশেষ বাহিনীর সদস্যরা, তবে ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করার পর তাঁদের অনেকেই নিজ দেশ থেকে বিতাড়িত হন।

এসব সেনাদের অনেকে পাকিস্তানে পালিয়ে যান। এখন পাকিস্তানও বলছে, আফগান শরণার্থীদের বিতাড়িত করা হবে।

আফগান নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্যদের গোপন একটি নেটওয়ার্কের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে বিবিসি খবরটি প্রকাশ করেছে। বিতাড়িত হতে যাওয়া কয়েকজন আফগান সেনাসদস্যদের সাথেও কথা বলেছে বিবিসি। 

তাঁরা বলছেন, তালেবানশাসিত আফগানিস্তানে ফিরে যাওয়াটা তাঁদের জন্য নিরাপদ নয়। তাঁদের কেউ কেউ মনে করেন, যুক্তরাজ্য আশ্রয় না দিয়ে তাঁদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যুক্তরাজ্যের সাবেক এক জেনারেলও বলেছেন, এসব আফগান যোদ্ধাকে নিরাপদ জায়গায় সরিয়ে না নিতে পারলে তা হবে যুক্তরাজ্যের ‘বিশ্বাসঘাতকতা’।

সম্প্রতি খবর বেরিয়েছে, জ্যেষ্ঠ ব্রিটিশ কূটনীতিক ও সামরিক সদস্যরা ঝুঁকিতে থাকা আফগান নাগরিকদের আশ্রয় দেওয়ার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন, তবে তা প্রত্যাখ্যান করা হয়েছে। আর এরপরই পাকিস্তানে পালিয়ে থাকা এসব আফগান সেনার আতঙ্ক বেড়েছে।

২০২১ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্টে বলেছিলেন, আফগান বিশেষ বাহিনীর যোদ্ধাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিতে যুক্তরাজ্য যথাসাধ্য কাজ করবে।

১২ বছরের বেশি সময় ধরে ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করেছেন জেনারেল রিচার্ড ব্যারনস। বিবিসি নিউজনাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এসব সেনাকে স্থানান্তরের ব্যবস্থা করতে না পারাটা যুক্তরাজ্যের জন্য অসম্মানের। কারণ, এর মধ্য দিয়ে এটাই প্রমাণিত হচ্ছে যে হয় জাতি হিসেবে আমরা ধোঁকাবাজ, নয়তো অযোগ্য।’ 

তিনি আরও বলেন, ‘এর কোনোটাই গ্রহণযোগ্য নয়। এটা বিশ্বাসঘাতকতা। আর এ বিশ্বাসঘাতকতার কারণে যেসব মানুষ একসময় আমাদের হয়ে কাজ করেছিলেন, তাঁদেরই এখন হয় মরতে হবে, নয়তো কারাগারে থাকতে হবে।’

২০২২ সালের মার্চে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরে পাঠানো একটি গোপন চিঠিও হাতে পেয়েছে বিবিসি। ওই চিঠিতে আফগানিস্তানের ৩২ সাবেক গভর্নর, কৌঁসুলি ও কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে সহায়তা প্রদানের আবেদন করা হয়েছিল। 

তাঁরা সবাই ২০০৬ থেকে ২০১৪ সালের মাঝামাঝি সময়ে হেলমান্দ প্রদেশে অভিযানের সময় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছেন। যুক্তরাজ্যের কয়েকজন জ্যেষ্ঠ কূটনীতিক ও সামরিক সদস্য চিঠিটি পাঠিয়েছিলেন।

বিশেষ বাহিনীর ২০০ সেনার বেশির ভাগের মতোই এই ৩২ কর্মকর্তাও যুক্তরাজ্যে যাওয়ার জন্য আবেদন করেছিলেন। আফগান রিলোকেশনস অ্যান্ড অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (এআরএপি) কর্মসূচির আওতায় যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন জানিয়েছিলেন তাঁরা। 

যুক্তরাজ্য সরকারের নিয়োগপ্রাপ্ত এবং যাঁরা আফগানিস্তানে যুক্তরাজ্যের সরকারি বিভাগের হয়ে কাজ করেছেন, তাঁদের জন্য কর্মসূচিটি পরিচালিত হয়ে থাকে।

তবে ওই ৩২ কর্মকর্তা ও সেনাদের বেশির ভাগেরই আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। অন্যরা এক বছরের বেশি সময় ধরে সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।

আফগান নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্যদের গোপন একটি নেটওয়ার্কের সংগ্রহ করা তথ্য বলছে, বছরের শেষ নাগাদ পাকিস্তান থেকে প্রায় ২০০ আফগান সেনাসদস্য বিতাড়িত হতে পারেন। এ তথ্য বিবিসিকে জানানো হয়েছে। এর সংখ্যা যাচাই করা বিবিসির পক্ষে সম্ভব হয়নি, তবে জ্যেষ্ঠ ব্রিটিশ কূটনীতিক সূত্র বলেছে, এটিই এখন পর্যন্ত সবচেয়ে যথাযথ হিসাব।

পাকিস্তান থেকে আফগান বিশেষ বাহিনীর যে সেনারা বিতাড়িত হওয়ার ঝুঁকিতে আছেন, তাঁদেরই একজন আলী। তিনি এআরএপি কর্মসূচির আওতায় যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন জানান, তবে সুফল পাননি। তিনি বিবিসিকে বলেন, তাঁর মনে হয়েছে যুক্তরাজ্য তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং ছুড়ে ফেলেছে।

পাকিস্তানে একটি এক কক্ষের ঘরে থাকেন আলী। তিনি যুক্তরাজ্যের সেনাবাহিনীর সাথে কাজের অভিজ্ঞতাগুলো বর্ণনা করেন। 

তিনি বলেন, ‘আমরা দিন–রাত একসাথে ছিলাম। প্রশিক্ষণের সময় আমরা এক তাঁবুর নিচে ঘুমিয়েছি, একই পাত্র থেকে খাবার তুলে খেয়েছি। অভিযানের সময় আমরা ব্রিটিশদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, যেন আমরা একই পরিবারের সদস্য।’

আলী কমান্ডো ফোর্স ৩৩৩ নামের একটি এলিট ইউনিটের সদস্য ছিলেন। আফগানিস্তানে আফিম উৎপাদনজনিত সমস্যা মোকাবিলায় ২০০৩ সালে যুক্তরাজ্য এ দলটি গড়ে তুলেছিল।

তাদের আবার আফগান টেরিটরিয়াল ফোর্স ৪৪৪ নামের একটি সহযোগী দল ছিল। এটি ‘দ্য ট্রিপলস’ নামে পরিচিত ছিল। দ্রুতই তারা তাদের সক্রিয়তা, সততা ও সাহসিকতার জন্য সুনাম অর্জন করেছিল।

প্রায় ১২ বছর ব্রিটিশ সেনাবাহিনীতে থাকা জেনারেল স্যার রিচার্ড ব্যারনস বলেন, যুক্তরাজ্য–সমর্থিত সন্ত্রাসবিরোধী যুদ্ধে দ্য ট্রিপলস সম্মুখসারিতে লড়াই করেছে। ব্রিটিশ সেনাদের পাশাপাশি তাঁরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কঠিন ও গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে কাজ করেছেন।
 

Link copied!