মস্কোয় হামলা: নতুন ভিডিও প্রকাশ আইএসের

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৪, ২০২৪, ১০:১৬ পিএম

মস্কোয় হামলা: নতুন ভিডিও প্রকাশ আইএসের

ছবি: সংগৃহীত

মস্কোয় যখন রাশিয়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের দোষ খুঁজছে, ঠিক তখনই নতুন একটি ভিডিও প্রকাশ করেছে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। হামলার পর থেকেই তারা এর দায় স্বীকার করে আসছে। এর আগেও জঙ্গিগোষ্ঠীটি বিবৃতি দিয়েছে।

গত শুক্রবার মস্কোর উত্তরে ক্রাসনোগোর্স্ক অঞ্চলে ক্রোকাস সিটি হলে ওই হামলা চালানো হয়। এতে সবশেষ ১৩৭ জন নিহত হয়েছেন। হামলার পর আইএস জানিয়েছিল, ‘তাদের সঙ্গে (ইসলামবিরোধী) দেশগুলোর চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতেই এই হামলা চালানো হয়েছে।’ হামলায় আইএসের জড়িত থাকার কথাও বেশ জোরেশোরেই বলেছে যুক্তরাষ্ট্রও।

সংগঠনটির পরিচালিত সংবাদমাধ্যম ‘আমাক’-এ নতুন ভিডিওটি প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, ক্রোকাস সিটি হলে গানের অনুষ্ঠানে অংশ নেওয়া লোকজনের ওপর নির্বিচার গুলি চালাচ্ছেন হামলাকারীরা। এতে অনেকে মেঝেতে লুটিয়ে পড়ছেন। একপর্যায়ে এক বন্দুকধারীকে বলতে শোনা যায়, ‘তাদের মেরে ফেলো, কোনো দয়া দেখিয়ো না।’

আরও পড়ুন: ওয়াশিংটন-কিয়েভকে দায়ী করলেন রুশ গোয়েন্দা

হামলার ঘটনার পর ইউক্রেন সীমান্ত থেকে সন্দেহভাজন ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন রুশ গোয়েন্দারা। তাদের মধ্যে চারজন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত বলে মনে করা হচ্ছে।

এদিকে রুশ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবির কর্মকর্তা আন্দ্রে পোপভ স্পুটনিক নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ‘এই হামলার পেছনে ইউক্রেন জড়িত, আইএস নয়। আর এতে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র।’

Link copied!