রমজানেও গাজায় হামলা চলবে: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২৪, ০৯:৫০ এএম

রমজানেও গাজায় হামলা চলবে: ইসরায়েল

ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ২৬ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

পবিত্র রমজান মাসেও গাজায় হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ। টেলিভিশনে দেওয়া এক ভাষণে গতকাল বুধবার তিনি এমনটি জানান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বেনি গ্যান্টজ বলেন, ‘আমরা পথ খোঁজা বন্ধ করব না। আমাদের ছেলে-মেয়েদের বাড়িতে আনার কোনো সুযোগ হাতছাড়া করব না। যুদ্ধবিরতির সম্ভাব্য অগ্রগতির প্রাথমিক লক্ষণ রয়েছে।’

ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার এই সদস্য আরও বলেন, ‘হামাসকে নির্মূলের চেয়ে গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির কাছে জিম্মি থাকা ব্যক্তিদের ইসরায়েলে ফিরিয়ে আনাটা নেতানিয়াহু সরকারের একটি বড় অগ্রাধিকার।’

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এই হামলায় ১ হাজার ১৪০ জনের মতো নিহত হন। আটক করে গাজায় নিয়ে আসা হয় প্রায় ২৪০ জনকে।

জবাবে ৭ অক্টোবর থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজার হামাস-নিয়ন্ত্রিত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, উপত্যকাটিতে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ২৬ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাঁদের বেশির ভাগই শিশু ও নারী।

Link copied!