কলিগদের সাথে নৈশভোজে মদ পানের একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে অফিসের বসের দেয়া বাজিতে জিততে ১০ মিনিটে ১ লিটার মদ পান করেন এক ব্যক্তি। তারপর দীর্ঘ তিন মাস ভুগে মৃত্যুকে বরণ করে নেন।
চীনের গুয়ংডং প্রদেশের শিনজেন শহরে এই ঘটনাটি ঘটেছে বলে সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে জানা যায়।
নিহত ওই ব্যক্তির নাম ঝাং। ঝাং-এর এক সহকর্মী বলেন, পার্টিতে তাদের বস ঘোষণা দেন যদি কেউ ঝাংয়ের চেয়ে বেশি মদ পান করতে পারেন তাহলে তাকে তিনি ২০ হাজার ইয়ুন বা ৩ লাখ টাকা দেবেন।
বস আরও বলেন ঝাং জিতে গেলে তাকে ২০ হাজার ইয়ুন দেবেন আর হারলে অফিসের সবার বিকেলের নাস্তার জন্য ১০ হাজার ইয়ুন দিবে ঝাং।
নৈশভোজে উপস্থিত থাকা এক কর্মচারী জানান, এই প্রতিযোগিতায় ওই অফিসের বসের ড্রাইভারসহ আরও কয়েকজন অংশ নেন। কিন্তু ঝাং মাত্র ১০ মিনিটে ১ লিটার ‘বাইজু’ পান করে ফেলেন। এটি এক ধরনের চাইনিজ স্পিরিট যেটায় ৩০- ৬০ শতাংশ অ্যালকোহল থাকে।
১ লিটার মদ পান করার পর ঝাং অসুস্থবোধ করলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ তিন মাস চিকিৎসাধীন থেকে মারা যান তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঝাংয়ের বিষক্রিয়া,অ্যাসপিরেশন নিউমোনিয়া, শ্বাসরোধ এবং কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল।
এদিকে কোম্পানির পক্ষ থেকে এক প্রতিনিধি ম্যাসেজিং অ্যাপ উইচ্যাটের গ্রুপে জানান কোম্পানিটি বন্ধ করে দেয়া হবে।