ব্লিঙ্কেন-জয়শঙ্কর বৈঠকে উঠে এল হরদীপ সিং হত্যা প্রসঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০৩:১১ পিএম

ব্লিঙ্কেন-জয়শঙ্কর বৈঠকে উঠে এল হরদীপ সিং হত্যা প্রসঙ্গ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন (ডানে), ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। গতকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর), যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।

শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে কানাডার তদন্তে সহযোগিতা করতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গত বৃহস্পতিবার দুই মিত্র দেশের শীর্ষ দুই কূটনীতিকের মধ্যে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর ওয়াশিংটন সফর বেশ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কেননা, সম্প্রতি কানাডার সঙ্গে কূটনৈতিক লড়াইয়ে নেমেছে ভারত। কানাডার অভিযোগ, তাদের নাগরিক ও শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততা রয়েছে। এ নিয়ে পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কার, ভিসা দেওয়া বন্ধ রাখাসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারত-কানাডার এই বিরোধে সরাসরি কোনো পক্ষ নেয়নি যুক্তরাষ্ট্র, তবে জয়শঙ্করের সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠকে এ–সংক্রান্ত কানাডীয় তদন্তে ভারতকে সহায়তা করতে আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

জয়শঙ্কর বলেছেন, “আবার যুক্তরাষ্ট্র আসতে পেরে খুশি। ভারতের প্রধানমন্ত্রী মোদীও কিছুদিন আগে এসেছিলেন। যুক্তরাষ্ট্র যেভাবে জি-২০ বৈঠকে আমাদের সাহায্য করেছে, তাতে আমরা খুবই আনন্দিত।”

ব্লিঙ্কেন জানিয়েছেন, জি-২০, জাতিসংঘের সাধারণ পরিষদের সাইড লাইনে ভারতের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে।

Link copied!