ইয়েমেনে নৌকাডুবি: নারী-শিশুসহ ৩৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১১, ২০২৪, ০৪:১৭ পিএম

ইয়েমেনে নৌকাডুবি: নারী-শিশুসহ ৩৮ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

পশ্চিম এশিয়ার দেশ ইয়েমেন উপকূলে নৌকা ডুবির ঘটনায় নারী ও শিশুসহ ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও অন্তত ১০০ জন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১০ জুন) দেশটির লোহিত সাগর উপকূলবর্তী বন্দর শহর এডেনে এ ঘটনা ঘটে। 

রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, নৌকাটি হর্ন অফ আফ্রিকা থেকে ইয়েমেনের এডেন শহরে যাচ্ছিল। নৌকাটিতে মোট ২৬০ জন যাত্রী ছিলেন। এডেনের পূর্বে শাবওয়া গভর্নরেটের তীরে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে যায়। পরে ৩৮ জনের মরদেহ এবং ৭৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। আরও ১০০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলছে।

অভিযাত্রীদের সবাই আফ্রিকার ‘হর্ন অব আফ্রিকা’ অঞ্চলের চার দেশ ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি ও সোমালিয়ার বাসিন্দা।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ইয়েমেনে আসা অভিবাসীর সংখ্যা বার্ষিক তিনগুণ বেড়েছে, যা প্রায় ২৭ হাজার থেকে ৯০ হাজারের বেশি বলে জানিয়েছে আইওএম। আন্তর্জাতিক সংস্থাটি জানিয়েছে, বর্তমানে প্রায় ৩ লাখ ৮০ হাজার অভিবাসী ইয়েমেনে রয়েছে।

Link copied!