সৌদি ইরানসহ ৫ দেশ সদস্য হলো ব্রিকসের

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৪, ০২:২০ পিএম

সৌদি ইরানসহ ৫ দেশ সদস্য হলো ব্রিকসের

গত আগস্টে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনে। ছবি: রয়টার্স

বিকাশমান পাঁচ অর্থনীতির জোট ব্রিকসের সদস্য হলো আরও পাঁচটি দেশ।  দেশগুলো হলো সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া।

এর আগে গত আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলনে এই ৫ দেশ ও আর্জেন্টিনাকে জোটের পূর্ণ সদস্য হতে আমন্ত্রণ জানানো হয়। দেশ ছয়টির সদস্যপদ চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

ব্রিকসের আগের পাঁচ সদস্য হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। এখন নতুন ৫টি দেশ সদস্যপদ পাওয়ায় জোটের মোট সদস্য হলো ১০টি দেশ।

ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের অর্থনৈতিক জোট ব্রিক-এর প্রথম আনুষ্ঠানিক সম্মেলন হয় ২০০৯ সালে। পরের বছর দক্ষিণ আফ্রিকার অন্তর্ভুক্তিতে জোটের নাম হয় ব্রিকস। এই জোটের উদ্যোগে ২০১৫ সালের ২১ জুলাই যাত্রা করে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক-এনডিবি।

বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা আধিপত্য খর্ব করতে চীন ও রাশিয়ার নেতৃত্বে ভূরাজনৈতিক মেরুকরণ যখন ক্রমেই বাড়ছে, তখন ব্রিকস সম্প্রসারণের এই উদ্যোগে আরও ডজনখানেক দেশের জন্য এ জোটের দরজা খুলতে পারে। 

Link copied!