সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১০:১৫ এএম
কানাডায় এক শিখ কর্মীর হত্যাকাণ্ডে ভারত সরকারের সম্ভাব্য জড়িত থাকার অভিযোগ তদন্তের প্রেক্ষাপটে ভারতের এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঐ অভিযোগকে বিশ্বাসযোগ্য বলে বর্ণনা করেন।
শিখ নেতা হারদিপ সিং নিজার ব্রিটিশ কলাম্বিয়ায় এক সাংস্কৃতিক কেন্দ্রের সামনে ১৮ জুন গুলিবিদ্ধ হয়ে মারা যাবার পর ট্রুডো বলেন কানাডার গোয়েন্দা সংস্থা ঐ অভিযোগ তদন্ত করে দেখছে।
নিজার খালিস্তান নামে শিখদের জন্য স্বাধীন দেশ দাবীর জোরালো সমর্থক ছিলেন।
ট্রুডো বলেন তিনি গত সপ্তাহে জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ঐ হত্যাকাণ্ডের কথা উত্থাপন করেন।
কানাডার পররাষ্ট্র মন্ত্রী মেলানি জোলি বলেন কানাডা থেকে ভারতের গোয়েন্দা প্রধানকে বহিষ্কার করা হয়েছে। জোলি বলেন, অপরাধ প্রমাণিত হলে এটি আমাদের সার্বভৌমত্ব এবং দুই দেশের মধ্যেকার সবচেয়ে প্রাথমিক নিয়ম লংঘনের ঘটনা হবে। এ কারণে আমরা একজন শীর্ষ ভারতীয় কূতনীতিককে বহিষ্কার করেছি।
এ বিষয়ে মন্তব্যের জন্য এপি-র ফোন কলে তাৎক্ষণিকভাবে অটোয়াতে অবস্থিত ভারতের দূতাবাস সাড়া দেয়নি।
সূত্র: ভয়েস অব আমেরিকা