আগস্ট ১৯, ২০২৩, ০৫:৪৬ এএম
ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে কানাডার দাবানল। এরই মধ্যে দেশটির উত্তরের অন্যতম বৃহৎ শহর ইয়েলোনাইফ থেকে মাত্র ১৬ কিলোমিটারের (১০ মাইল) মধ্যে চলে এসেছে আগুন। প্রায় ২০ হাজার মানুষ শহরটি ছেড়ে গেছেন।
বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিমানের আসন বুক করার জন্য শত শত মানুষকে স্থানীয় একটি স্কুলে লাইন ধরতে দেখা গেছে।
তবে এদিন বিকেল বেলা স্থানীয় সরকারের যোগাযোগ বিভাগের পরিচালক আমি কেনেডি জানান, উদ্ধারকারী বিমানে করে চারশর বেশি বাসিন্দাকে সরানো সম্ভব নয়।
তবে শুক্রবার সেখানকার মানুষকে সরিয়ে নিতে অন্তত ২২টি ফ্লাইট পরিচালনার কথা রয়েছে।
দাবানলের আগুন দ্রুত গতিতে শহরের দিকে এগিয়ে আসায় এ নিয়ে মানুষের মধ্যে উৎকণ্ঠা সঙ্গে ক্ষোভ বাড়ছে। তাদের অভিযোগ, উদ্ধার অভিযানে বিলম্ব হচ্ছে।