যুক্তরাষ্ট্রে জাহাজের ধাক্কায় সেতুর একাংশে ধস

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৬, ২০২৪, ০৭:৪৭ পিএম

যুক্তরাষ্ট্রে জাহাজের ধাক্কায় সেতুর একাংশে ধস

ছবি: সংগৃহীত

জাহাজের ধাক্কায় ফ্রান্সিস স্কট কি নামে একটি সেতুর একাংশ ধসে পড়েছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরে। প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ ওই সেতু ধসে পড়ার ঘটনায় বেশ কয়েকটি গাড়ি এবং আনুমানিক ট্রাক্টর-ট্রেলার মতো বড় একটি গাড়িসহ প্রায় ২০ জন পানিতে পড়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র কেভিন কার্টরাইট।

স্থানীয় সময় সোমবার (২৫ মার্চ) রাত একটা ২৬ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। তবে বাল্টিমোর পুলিশ স্থানীয় সময় রাত একটা ৩৫ মিনিটে খবর পেয়েছে।

ইউটিউবে দুর্ঘটনার সময়ের একটি লাইভ ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, একটি জাহাজ সেতুটিতে আঘাত করার পর তার সবগুলো স্প্যানের বড় একটি অংশ ধসে নিচের প্যাটাপসকো নদীতে গিয়ে পড়ে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলেও (সাবেক টুইটার) জাহাজের ধাক্কা এবং সেতু ধসে পড়ার কিছু ভিডিও পোস্ট করা হয়েছে।

এলএসইজির শিপ ট্রেকিং ডেটা অনুযায়ী কি ব্রিজের যে অংশ ধসে পড়েছে সেখানে ঘটনার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘দ্য ডালি’ ছিল।

তবে জাহাজের ধাক্কায় সেতুর একাংশ ধসে পড়ার ঘটনা ‘সন্ত্রাসী কার্যক্রম’ কিনা সেটা নিয়েও সন্দেহ উঠেছে। সেই সন্দেহ কাটিয়ে দিয়ে এক বিবৃতিতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, ‘এ ঘটনার সন্ত্রাসী তৎপরতা নয়। তেমন কোনো প্রমাণ এখন পর্যন্ত হাতে আসেনি।’

প্রসঙ্গত, এই বিপর্যয় যুক্তরাষ্ট্রের ইতিহাসে ২০০৭ সালের পর থেকে সবচেয়ে বড় সেতু ধসের ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। এর আগে ২০০৭ সালে মিনিয়াপোলিসের আই-৩৫ডাব্লিউ সেতুটি মিসিসিপি নদীতে ধসে পড়ে ১৩ জন নিহত হয়েছিল।

Link copied!