ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ১৬ হাজার ২৪৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৭ হাজার ১১২ জন শিশু এবং নারী ৪ হাজার ৮৮৫ জন। আর আহত অন্তত ৪৩ হাজার ৬১৬ জন।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সর্বশেষ আপডেটে এই তথ্য জানিয়েছে গাজা প্রশাসনের জনসংযোগ বিভাগ।
এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজা প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছে, ৭ হাজার ৬০০ জন এখনো নিখোঁজ।
এর আগে ইসরায়েল গাজায় হামাসের নিয়ন্ত্রণে থাকা টানেল নেটওয়ার্ককে সমুদ্রের পানি দিয়ে ডুবিয়ে দেয়ার ইচ্ছা প্রকাশ করেছে বলে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল এসব টানেলে লুকিয়ে থাকা হামাস যোদ্ধাদের বাইরে বের করে আনতে চায়। এই লক্ষ্যে বিশাল সেচব্যবস্থার জোগাড় করছে দেশটি।
মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইসরায়েল গত নভেম্বরের মাঝামাঝি থেকে এই পরিকল্পনা করছে। সমুদ্র থেকে পানি টেনে আনতে গাজা আল-শাতি শরণার্থী শিবিরের পাশে অন্তত পাঁচটি পানির পাম্প স্থাপন করেছে তারা। যেগুলো প্রতি ঘণ্টায় কয়েক হাজার ঘনমিটার পানি বয়ে আনতে পারবে।
এ কাজ শুরুর আগে ইসরায়েলকে ভাবতে হবে হামাসের হাতে যে জিম্মিরা রয়েছেন তাদের কথা। হামাস এর আগে জানিয়েছিল জিম্মিদের টানেলের ভেতরে সুরক্ষিত অবস্থানে রাখা হয়েছে।