পাপুয়া নিউগিনিতে ভূমিধসের ঘটনায় নিহত বেড়ে ৬৭০

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৬, ২০২৪, ১০:১৫ এএম

পাপুয়া নিউগিনিতে ভূমিধসের ঘটনায় নিহত বেড়ে ৬৭০

পাপুয়া নিউ গিনিতে ভূমিধসের ঘটনায় ক্রমাগত বাড়ছে নিহতের সংখ্যা। ছবি: বিবিসি

পাপুয়া নিউগিনিতে ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। সবশেষ জানা গেছে, এখন পর্যন্ত অন্তত ৬৭০ জন নিহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, এই সংখ্যা আরও বাড়তে পারে।

এই আশঙ্কা প্রকাশ করেন পোর্ট মোর্সবেভিত্তিক জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থার মুখপাত্র সেরহান আক্তোপ্রাক।

তিনি বলেন, “দেশটির বিচ্ছিন্ন এনগা প্রদেশে শুক্রবারের ভূমিধসের প্রভাব প্রাথমিকভাবে ধারণার চেয়েও অনেক বেশি। এর আগে মরদেহের সংখ্যা প্রাথমিকভাবে ৬০টি ধারণা করা হলেও ১৫০টিরও বেশি ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়েছে। ধারণা করা হচ্ছে, এতে ৬৭০ জনের বেশি প্রাণহানি ঘটেছে।”

উল্লেখ্য, এখনও ভূমিধস হতে থাকায় সঠিকভাবে কাজ করতে উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে।

সূত্র: বিবিসি, আল জাজিরা

Link copied!