ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, সব প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৩, ২০২৩, ১১:৩১ এএম

ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, সব প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা

নয়াদিল্লি বিশ্বের সবচেয়ে বায়ুদূষিত নগরীর মধ্যে অন্যতম। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির আকাশে ফের বায়ুদূষণের তীব্রতা বেড়েছে। ফলে দিল্লির সব প্রাথমিক স্কুল আগামী  দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

শুক্রবার (৩ নভেম্বর) কেজরি বলেছেন, ‘বায়ুদূষণ বাড়তে থাকায় দিল্লির সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী দু’‌দিন বন্ধ থাকবে।’‌

বৃহস্পতিবার দিল্লির বাতাসের মান ছিল ৪০২। বাতাসের গুণমান ২০১ থেকে ৩০০-র মধ্যে থাকলে তাকে ক্ষতিকর বলে ধরা হয়। ৩০১ থেকে ৪০০-র মধ্যে বাতাসের মান থাকলে তা অত্যন্ত ক্ষতিকর এবং ৪০১ থেকে ৫০০-র মধ্যে থাকলে পরিস্থিতি গুরুতর বলে ধরা হয়।

নয়াদিল্লি বিশ্বের সবচেয়ে বায়ুদূষিত নগরীর মধ্যে অন্যতম। প্রতি বছর শীত মৌসুমে শহরটির বিভিন্ন কল-কারখানা ও গাড়ির ধোঁয়া অস্বাভাবিক হারে বেড়ে যায়। এছাড়া এসময়য় শহরের আশপাশের এলাকায় কৃষকরা তাদের জমিতে নষ্ট হয়ে যাওয়া ফসল পুড়িয়ে থাকেন। অক্টোবরের শেষ থেকে দিল্লির বাতাস ভারী ও কুয়াশাচ্ছন্ন হতে থাকে। সেই ভারী কুয়াশাচ্ছন্ন বাতাসে ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকণা মিশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে।

Link copied!