পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চারদিনের ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির সরকারি ও বেসরকারি উভয় বিভাগে সমান ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সৌদিতে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকে। এজন্য সব মিলিয়ে এবারের ঈদে টানা ছয়দিনের ছুটির বিষয়টি জানিয়েছে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়।
রোববার (২৪ মার্চ) এই ছুটির তারিখ ঘোষণা করা হয়।
ঘোষণা অনুযায়ী ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৮-১১ এপ্রিল (সোমবার-বৃহস্পতিবার) সৌদি আরবের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সূত্র: আল আরাবিয়্যা, গালফ নিউজ, খালিজ টাইমস