ফ্লাইওভার থেকে ছিটকে বিদ্যুতের তারে বাস; ২১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৪, ২০২৩, ১০:০০ এএম

ফ্লাইওভার থেকে ছিটকে বিদ্যুতের তারে বাস; ২১ জনের মৃত্যু

ছবি: সিএনএন

কাজ শেষে ক্লান্ত দেহে বাড়ি ফেরত যাত্রীদের নিয়ে ফ্লাইওভার পার হচ্ছিল একটি বাস। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায় বিদ্যুৎ লাইনের ওপর। সাথে সাথে আগুন ধরে যায় বাসটিতে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ২ শিশুও রয়েছে। আহতের সংখ্যা ১৮ জনেরও বেশি। 

ইতালির পর্যটনে জনপ্রিয় শহর ভেনিসের কাছে মেস্ত্রে এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে সিএনএনের এক প্রতিবেদনে জানা যায়।

ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরএআইকে জানান, বাসটি ভেনিসের কাছাকাছি মার্ঘেরার দিকে যাচ্ছিল। ‘কাজ থেকে বাড়ি ফিরছে’ এমন লোকে ভর্তি ছিল। বাসটি ব্রিজ থেকে ছিটকে উড়ে যায়। আমরা এ ঘটনায় শোকাগ্রস্ত অবস্থায় আছি।

 ভেনিসের আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান দি বারি জানান, বাসটিতে ইউক্রেনীয়, জার্মান ও ফরাসি নাগরিকরা ছিল। যারা মেস্ত্রে থেকে মার্ঘেরা যাচ্ছিলেন। বাসটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। উদ্ধারকারী বাহিনীর কর্মীরা বাসটি থেকে নিহত ও আহতদের সরিয়ে নিতে বেশ কঠিন অবস্থার মধ্য দিয়ে গেছে। 

এ দুর্ঘটনায় শোক প্রকাশ করে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। 

তাঁর পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভ্যান ডার লেয়ন ও ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেল এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

Link copied!