গাজায় ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের তুমুল লড়াই

বিবিসি

অক্টোবর ৩১, ২০২৩, ০২:৫৬ পিএম

গাজায় ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের তুমুল লড়াই

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের সাথে তুমুল লড়াই চলছে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস যোদ্ধাদের। 

ইসরায়েলি বাহিনী বলছে, গাজায় আকাশ ও স্থলপথে হামলা চালিয়ে তারা হামাসকে “ধাপে ধাপে ধ্বংস করছে। অপর দিকে হামাস জানিয়েছে, পাল্টা হামলা চালিয়ে তারা ইসরায়েলের এক সেনাকে হত্যা ও কয়েকটি সাঁজোয়া যান ধ্বংস করেছে।

৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলার জবাবে গাজায় অব্যাহত বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। সম্প্রতি উপত্যকাটিতে ট্যাংকসহ অন্যান্য সাঁজোয়া যান নিয়ে প্রবেশ করেন ইসরায়েলি সেনারা। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) উত্তর গাজার আরও ভেতরে প্রবেশ করেছেন তাঁরা। এসব অঞ্চলে হামাসের সাথে তাঁদের সংঘর্ষ হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

এ নিয়ে বিবিসির ব্রেকফাস্ট অনুষ্ঠানে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র পিটার লার্নার বলেন, গতকাল সোমবার রাতভর গাজায় ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে ব্যাপক পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। হামাসকে একের পর এক আঘাত করে, ধাপে ধাপে ধ্বংস করা হচ্ছে। লার্নার অভিযোগ করে বলেন, মসজিদ ও বেসামরিক ভবন থেকে কার্যক্রম পরিচালনা করছে হামাস।

ইসরায়েল বাহিনী গাজার ‘সব এলাকায়’ হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস। তিনি আজ বলেছেন, ‘আমাদের কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হলো উত্তর গাজা। এই অঞ্চলে হামাসের আধিপত্য রয়েছে। 

তবে আমরা গাজার অন্য এলাকাগুলোতেও হামলা চালিয়ে যাচ্ছি।’ ইসরায়েলির বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় স্থল অভিযান চালিয়ে তারা কয়েক ডজন ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে। পাশাপাশি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা ধ্বংস ও বিপুল পরিমাণ সমরাস্ত্র জব্দ করেছে।

দুই সপ্তাহ আগে বোমাবর্ষণের মধ্যেই উত্তর গাজার বাসিন্দাদের উপত্যকাটির দক্ষিণে সরে যেতে বলে ইসরায়েলি বাহিনী। এরপর উত্তরের বহু মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান। এখনো সেখানে ছয় লাখ ফিলিস্তিনি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। জোনাথন কনরিকাস বলেন, ইসরায়েলের হামলায় বেসামরিক মানুষ যেন নিহত না হন, সে জন্য প্রয়োজনীয় সবকিছু করা হচ্ছে।

এদিকে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড টেলিগ্রামে জানিয়েছে, তারা উত্তর গাজায় ইসরায়েলের তিনটি যান ধ্বংস করেছে। এর মধ্যে দুটি সাঁজোয়া যান ও একটি ট্যাংক রয়েছে। 

এ ছাড়া ইসরায়েলের এক সেনাকে হত্যার দাবিও করেছে তারা। আর গাজার সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ জানিয়েছে, তারা উত্তর–পশ্চিম গাজায় ইসরায়েলি সেনা ও সাঁজোয়া যানের দুটি দলের ওপর মর্টার হামলা চালিয়েছে।

গাজায় টানা ২৫ দিনের ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৮ হাজার ৫২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে ৩ হাজার ৫৪২ শিশু ও ২ হাজার ১৮৭ জন নারী। 

নিহত ব্যক্তিদের মধ্যে ১৩০ জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন। অপর দিকে ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Link copied!