ইসরায়েলি অভিযানের কারণে হজের সুযোগ পেলেন না গাজাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৪, ২০২৪, ০৮:১৮ পিএম

ইসরায়েলি অভিযানের কারণে হজের সুযোগ পেলেন না গাজাবাসী

ছবি: সংগৃহীত

চলতি বছর হজপালনের জন্য অন্তত ১৫ লাখ হাজী মক্কায় হাজির হয়েছেন। ইসরায়েলি দখলদার বাহিনীর অভিযান চলায় গাজাবাসী তাদের মধ্যে শামিল হতে পারেননি।

মে মাস থেকে ইসরায়েলি দখলদার বাহিনী মিশরের সীমান্তবর্তী অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ এলাকায় স্থল অভিযান জোরদার করে। তখন তারা বন্ধ করে দেয় রাফাহ ক্রসিং। ফলশ্রুতিস্বরূপ গাজাবাসী হজপালনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

শুক্রবার (১৪ জুন) মসজিদ-আল-হারামের কাবা চত্বর প্রদক্ষিণের মধ্য দিয়ে সৌদি আরবে এই বছরের পবিত্র হজপালন শুরু হয়। অনেক হজযাত্রী গাজায় চলমান প্রায় আট মাসের যুদ্ধে আক্রান্ত ফিলিস্তিনিদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন। মরক্কো থেকে হজপালন করতে আসা ৭৫ বছর বয়সের জাহর বেনিজাহরা বলেন, “আমাদের ভাইদের করুণ মৃত্যু হচ্ছে। আর আমরা সেটা নিজের চোখে দেখা ছাড়া আর কিছু করতে পারছি না।”

৭৫ বছর বয়সের আমনা মুতলাক নামে এক ফিলিস্তিনি বলেন, “রাফাহ ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় এবং যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের কারণে আমরা হজপালন করা থেকে বঞ্চিত হলাম। আমরা গাজা থেকে বের হতে পারছি না। আর যখনই আমরা বের হওয়ার চেষ্টা করি, তারা আমাদের বলে ক্রসিংটি বন্ধ ও আমরা সেখান থেকে বের হতে পারব না। তারা আমাদের সবকিছু থেকে বঞ্চিত করেছে।”

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, অধিকৃত পশ্চিম তীর থেকে ৪ হাজার ২০০ ফিলিস্তিনি হজযাত্রী মক্কায় পৌঁছেছেন।

রাফা ক্রসিং বন্ধ হওয়ার আগেই যুদ্ধে আহত ও নিহত ফিলিস্তিনি পরিবার থেকে আরও প্রায় এক হাজার হজযাত্রী গাজার বাইরে ছিলেন। সৌদি বাদশাহ সালমান তাদের হজপালনের জন্য মক্কায় আমন্ত্রণ জানান।

এক দশক পর হজের সুযোগ পেলেন সিরিয়াবাসী
যুদ্ধবিধ্বস্ত আরেক মুসলিম দেশ সিরিয়া। এক দশকেরও বেশি সময় পর এবারই সিরিয়ার হজযাত্রীরা দামেস্ক থেকে সরাসরি ফ্লাইটে মক্কায় আসার সুযোগ পেয়েছেন। আগে সিরিয়ার হজযাত্রীদের তুরস্ক হয়ে হজপালনের জন্য আসা-যাওয়া করতে হতো।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। আহত হয়েছেন প্রায় ৪ হাজার। ইসরায়েলের ২৪০-২৫৩ জনকে জিম্মি করেছে হামাস। তবে ইসরায়েলের ধারণা, এখনও হামাসের কাছে অন্তত ১৩০ জন জিম্মি আছে।

হামাসের হামলার জবাবে একই দিন গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজায় এখন পর্যন্ত ৩৭ হাজার ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৫ হাজার ৩৭ জন।

সূত্র: আলজাজিরা

Link copied!