গাজাবাসী ভয়ানক বিপদের মধ্যে রয়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস।
এক বিবৃতিতে ডব্লিউএইচও বলেছে, ‘ক্ষুধার্ত লোকজন আজ আমাদের গাড়ি থামিয়েছে এবং খাবারের খোঁজ করেছে।’
হাসপাতালগুলোয় প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যাওয়ার পথে ক্ষুধার্ত মানুষদের কারণে ডব্লিউএইচও-এর গাড়ি বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান তেদরোস।
বুধবার যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের অনাহার ও দুর্দশার কথা উল্লেখ করে তেদরোস এই সতর্কতার কথা বলেন।
এদিকে, আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। অবরুদ্ধ উপত্যকাটিতে নির্বিচার হামলায় মৃত্যু ফিলিস্তিনির সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। নিহতের তালিকায় রয়েছে চার হাজারের বেশি শিক্ষার্থী।