গাজামুখী ত্রাণ জাহাজ থেকে জরুরি ভিডিওবার্তা দিলেন গ্রেটা থুনবার্গ

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৯, ২০২৫, ১২:০৮ পিএম

গাজামুখী ত্রাণ জাহাজ থেকে জরুরি ভিডিওবার্তা দিলেন গ্রেটা থুনবার্গ

আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী আটক করার আগে গাজামুখী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন থেকে একটি জরুরি ভিডিওবার্তা দিয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।

সম্ভাব্য আটক বা জাহাজ দখলের শঙ্কায় আগেই রেকর্ড করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে জাহাজ পরিচালনাকারী অলাভজনক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন।

ভিডিওবার্তায় গ্রেটা বলেন, “আমার নাম গ্রেটা থুনবার্গ। আমি সুইডেন থেকে এসেছি। যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে বুঝবেন আমরা এখন আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী বা তাদের মিত্র বাহিনীর হাতে বন্দী হয়েছি।

এরপর তিনি তাঁর পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি আহ্বান জানান, তাঁরা যেন সুইডিশ সরকারের ওপর চাপ সৃষ্টি করেন, যাতে তাঁকে এবং তাঁর সঙ্গীদের দ্রুত মুক্ত করা হয়।

ম্যাডলিন জাহাজে ক্ষতিগ্রস্ত গাজাবাসীর জন্য প্রতীকী মানবিক সহায়তা বহন করা হচ্ছিল। এর মধ্যে ছিল ওষুধ, ময়দা, চাল, শিশুদের দুধ, পানি বিশুদ্ধকরণ কিটসহ নানা জরুরি সামগ্রী।

গ্রেটা থুনবার্গ ছাড়াও জাহাজটিতে আরও ১১ জন মানবাধিকারকর্মী ছিলেনযাঁদের মধ্যে রয়েছেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ও ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক রিমা হাসান, জার্মানি, ফ্রান্স, ব্রাজিল, তুরস্ক, নেদারল্যান্ডস ও স্পেনের প্রতিনিধিরা।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েলি বাহিনী জাহাজে ওঠার পর তাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সংগঠনটি টেলিগ্রামে একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায়, জাহাজে থাকা সকলে জীবনরক্ষাকারী জ্যাকেট পরে হাত উপরে তুলে বসে আছেনযা ইসরায়েলি হেফাজতের ইঙ্গিত দেয়।

পরবর্তীতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ম্যাডলিন জাহাজ দখলের কথা নিশ্চিত করে জানায়, এটি আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।

মন্ত্রণালয় এই মিশনকে “সেলফি ইয়ট ও তথাকথিত ‘সেলিব্রিটির উদ্যোগ বলে ব্যঙ্গ করে, তবে জানায়সব আরোহী নিরাপদে আছেন এবং খাবার ও পানি দেওয়া হচ্ছে।

ম্যাডলিন গত ১ জুন ইতালির কাটানিয়া শহর থেকে যাত্রা শুরু করেছিল। এর লক্ষ্য ছিল ইসরায়েলি নৌ অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এবং বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা সেখানে চলমান সংকটের দিকে।

২০০৭ সাল থেকে গাজা উপত্যকা ইসরায়েলি অবরোধের মধ্যে রয়েছে এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর তা আরও কঠোর হয়েছে।

জাহাজ আটক হওয়ার পরও ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে, তাদের মিশন এখানেই শেষ নয়। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রানচেসকা আলবানিজও বিশ্বব্যাপী দেশ ও বন্দরগুলোকে এমন মানবিক প্রয়াসে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, “ম্যাডলিনের যাত্রা হয়তো শেষ হয়েছে, কিন্তু আমাদের মিশন এখনো বাকি।

Link copied!