হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি বাড়লো ২ দিন

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৩, ১০:৩৬ এএম

হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি বাড়লো ২ দিন

ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজা। ছবি: রয়টার্স।

হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে আরও দুইদিন বিরতি চলবে বলে জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, ‘কাতার ঘোষণা করছে যে, চলমান মধ্যস্থতার অংশ হিসেবে, গাজা উপত্যকায় মানবিক যুদ্ধবিরতি আরও দুই দিন বাড়াতে একটি চুক্তিতে পৌঁছেছে।’

বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

যুদ্ধবিরতি বর্ধিত করার পর আরও ১১ ইসরায়েলি ও ৩৩ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। সোমবার গভীর রাতে তিন বছর বয়সী যমজ শিশুসহ আরও ১১ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। 

আগামী দুই দিনের মধ্যে হামাস আরও ২০ জন নারী ও শিশুকে মুক্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে বলে জানান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি।

এর আগে কাতারের মধ্যস্থতায় ইসরায়েল, হামাস ও যুক্তরাষ্ট্র চার দিনের যুদ্ধবিরতি আরও দুই দিন বাড়ানো নিয়ে আলোচনা করছে বলে জানায় সিএনএন।

আলোচনা শেষে চুক্তিতে পৌঁছানোর পর হামাস একটি বিবৃতিতে জানায়, ‘হামাস ঘোষণা করছে যে, কাতার ও মিশরের ভাইদের মাধ্যমে অস্থায়ী মানবিক যুদ্ধবিরতি আরও দুই দিনের জন্য বাড়াতে একটি চুক্তি হয়েছে। আগের শর্তেই এই যুদ্ধবিরতি চলবে।’

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালালে এ যুদ্ধ শুরু হয়। এরপর থেকে ৪৮ দিন ধরে গাজায় অব্যাহত হামলা চালিয়েছে ইসরায়েল। মৃত্যু হয়েছে ১৪ হাজারেরও বেশি ফিলিস্তিনির, যাদের মধ্যে ৪০ শতাংশই শিশু।

এরপর কাতারের মধ্যস্থতায় গত শুক্রবার থেকে ৪ দিনের যুদ্ধবিরতিতে যায় হামাস-ইসরায়েল। চুক্তি অনুযায়ী, হামাস ৫৮ জিম্মিকে মুক্তি দিয়েছে এবং ইসরায়েলের কারাগার থেকে ১১৭ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

Link copied!