গরম সহ্য করতে না পেরে সংবাদ পাঠের সময় অচৈতন্য হয়ে পড়েছেন কলকাতার একটি টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা। গতকাল শুক্রবার লোপামুদ্রা সিনহা নামে ওই উপস্থাপিকা নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করে অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিডিওতে তিনি জানান, ‘লাইভ নিউজ চলার সময় আমার বিপি (রক্তচাপ) মারাত্মক কমে যায়, আমি অজ্ঞান হয়ে যাই। বেশ কিছুক্ষণ ধরেই আমার শরীর খারাপ লাগছিল, মনে হচ্ছিল একটু পানি খেলে ঠিক হয়ে যাবে। আমি কোনোদিন পানি নিয়ে সংবাদ পড়তে বসি না। সেটা ১০ মিনিটের নিউজ হোক বা আধাঘণ্টার, কখনো প্রয়োজন পড়েনি। ফ্লোর ম্যানেজারকে ইশারা করে পানির বোতল চাই। সেই সময় জেনারেল স্টোরি যাচ্ছিল, কোনো বাইট চলছিল না। ফলে আমি পানি খেতে পারছিলাম না। অবশেষে একটা বাইট আসায়, পানিটা অবশেষে খাই।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয়েছিল বাকি চারটি নিউজ স্টোরি আমি শেষ করতে পারব। দুটো কোনোরকমে কমপ্লিট করি, তিন নম্বরটা হিট ওয়েভের ওপর স্টোরি ছিল। সেটা পড়ার সময়ই আমার আস্তে আস্তে কথাটা জড়িয়ে যাচ্ছিল। আমি ভেবেছিলাম আমি শেষ করতে পারব, নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছিলাম কিন্তু না…অসুস্থতা তো বলে কয়ে আসে না। ওই স্টোরিটার সময় আমি আর দেখতেই পাচ্ছিলাম না। টেলিপ্রম্পটারটা আবছা হতে হতে শেষে আমি ব্ল্যাকআউট হয়ে যাই।’
টিভির নিউজ ফ্লোর শীততাপ নিয়ন্ত্রিত (এসি) হলেও সেদিন সেটি কাজ করছিল না বলেন জানান লোপামুদ্রা। ফলে ফ্লোর মারাত্মক উত্তপ্ত হয়ে পড়েছিল। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সংবাদ পাঠ করছেন তিনি। এছাড়া টিভি ধারাবাহিকের অভিনেত্রী হিসেবেও সমধিক পরিচিত লোপা।
সূত্র: হিন্দুস্তান টাইমস