ইউরোপের কয়েকটি প্রধান বিমানবন্দর, বিশেষ করে লন্ডনের হিথ্রো, ব্রাসেলস এবং বার্লিন, চেক-ইন ও বোর্ডিং সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান কলিনস অ্যারোস্পেসের ওয়েবসাইটে সাইবার হামলার কারণে ব্যাপক সমস্যার মুখোমুখি হয়েছে।
হামলার ফলে এসব বিমানবন্দরের অনেক এয়ারলাইন্সের শত শত ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।
কলিনস অ্যারোস্পেস এক বিবৃতিতে জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে আপাতত তারা সেবার কার্যক্রম চালাতে পারছে না এবং সমস্যা সমাধান করতে কিছু সময় লাগবে। প্রতিষ্ঠানটি বিশ্বের বহু বিমানবন্দর ও এয়ারলাইন্সকে পরিষেবা প্রদান করে থাকে, যার মধ্যে ইউরোপভিত্তিক এয়ারলাইন্সগুলো প্রধান গ্রাহক।
সাইবার হামলার কারণে স্বয়ংক্রিয় চেক-ইন ও বোর্ডিং সিস্টেম বন্ধ থাকায় বিমান সংস্থাগুলোকে বাধ্য হয়ে ফ্লাইট বাতিল করতে হয়েছে।
লন্ডন, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর ইতোমধ্যেই যাত্রীদের ফোন এবং নোটিফিকেশনের মাধ্যমে ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে।
তবে ইউরোপের সব প্রধান বিমানবন্দর এই হামলার কবলে পড়েনি; ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও জুরিখ বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
ব্রাসেলস বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে যাত্রীদের সেবা দেওয়া হবে।
তিনি আরও জানান, “যদি কলিনস অ্যারোস্পেস দ্রুত সমস্যার সমাধান না করে, তবে প্রতিটি ফ্লাইটের প্রস্থান সময় আনুমানিক ৫৪ মিনিট পিছিয়ে যাবে।”