আমি কোথাও যাচ্ছি না: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৩, ২০২৪, ১১:২১ এএম

আমি কোথাও যাচ্ছি না: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

আমিই (ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট) প্রার্থী। আমি কোথাও যাচ্ছি না বলে দৃঢ় ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যায় মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটের এক নির্বাচনী প্রচার সভায় উপস্থিত সমর্থকদের উদ্দেশে এ কথা বলেন তিনি। এ সময় জো বাইডেন বলেন, “রাজনীতির প্রতি বিনোদন বা রিয়্যালিটি টিভি শোর মতো আচরণ বন্ধের এটাই উপযুক্ত সময়।”

আরও পড়ুন: মুখ ফসকে জেলেনস্কিকে বললেন ‘পুতিন’, তারপরও নির্বাচনে ট্রাম্পকে হারাবেন বাইডেন?

গত ২৭ জুন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈরাশ্যজনক বিতর্কের পর থেকে খোদ ডেমোক্র্যাটরাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে সরে দাঁড়ানোর চাপ দিতে থাকেন। এ পর্যন্ত নিজ দল ডেমোক্রেটিক পার্টির অন্তত ১৯ জন কংগ্রেসম্যান জো বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তা সত্ত্বেও চলতি বছর নভেম্বরে দেশটিতে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থিতা করতে বদ্ধপরিকর বাইডেন। দলীয় কংগ্রেসম্যানদের সমালোচনার মুখেও নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

এর মধ্যেই গত ১১ জুলাই স্থানীয় সময় রাতে ন্যাটো সম্মেলনউত্তর সংবাদ সম্মেলনেই একের পর এক ভুল করে সমালোচনার কেন্দ্রে আসেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট। এদিন মুখ ফসকে জেলেনস্কিকে ‘পুতিন’ ও কমলা হ্যারিসকে ‘ডোনাল্ড ট্রাম্প’ বলে ফেলেন তিনি। এরপরেও ওই সংবাদ সম্মেলনে দৃঢ়ভাবে ঘোষণা করেন, আসন্ন নির্বাচনে ট্রাম্পকে তিনি পরাজিত করবেনই।

এ সময় তার নিজের রাজনৈতিক জীবন, পুনর্নির্বাচিতের আশা, প্রেসিডেন্সি, পররাষ্ট্র নীতি, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যু ও গাজা যুদ্ধসহ আরও নানা বিষয় উঠে এসেছে। ইউক্রেন যুদ্ধ নিয়েও মিনিটখানেক কথা বলেন জো বাইডেন।

গতকাল শুক্রবার ডেট্রয়েটে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার আগে জো বাইডেন সমর্থন আদায়ের লক্ষ্যে ডেমোক্র্যাটদের সঙ্গে বৈঠক করেন। এর আগে গত ১১ জুলাই প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির নেতা হাকিম জেফরিসের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে এক চিঠিতে তিনি বাইডেনকে সমর্থন দেন। একই দিন সকালে নিজ দলের প্রতিনিধি পরিষদের প্রভাবশালী সদস্য জেমস ক্লাইবার্ন ও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম ও বিকেলে ইউনাইটেড অটো ওয়ার্কার্সের সভাপতি শন ফেইনও জো বাইডেনকে সমর্থন দেন। এর আগে বাইডেনের বিজয় প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করেছিলেন শন ফেইন।

সূত্র: বিবিসি

Link copied!