এবার মিয়ানমার সীমান্তে কাঁটাতার দিচ্ছে ভারত, ব্যয় ৩৭০ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৭, ২০২৪, ০৬:৩২ পিএম

এবার মিয়ানমার সীমান্তে কাঁটাতার দিচ্ছে ভারত, ব্যয় ৩৭০ কোটি ডলার

সংগৃহীত ছবি

মিয়ানমারের সাথে থাকা ১ হাজার ৬১০ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ৩৭০ কোটি ডলার ব্যয় করতে যাচ্ছে ভারত। ১০ বছর চলবে এই বেড়া নির্মাণের কাজ। 

বুধবার (২৭ মার্চ) ভারতের গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে,  সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মাসের শুরুর দিকে ভারতের সরকারি একটি কমিটি বেড়া নির্মাণ ব্যয়ের অনুমোদন দিয়েছে। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে সেটি।

অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র, অর্থ, পররাষ্ট্র এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে এই বিষয়ে মন্তব্য জানতে চেয়ে ই-মেইল করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

সীমান্তে ভারতের বেড়া নির্মাণের পরিকল্পনা সম্পর্কে মিয়ানমার এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি।

উল্লেখ্য, মিয়ানমারে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জান্তা ক্ষমতায় আসার পর থেকে হাজার হাজার বেসামরিক নাগরিক ও শত শত সৈন্য ভারতের বিভিন্ন রাজ্যে পালিয়ে গেছেন; যেখানে উভয় দেশের লোকজনের জাতিগত ও পারিবারিক সম্পর্ক রয়েছে। এই কারণে ভারতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে নয়াদিল্লি উদ্বেগে রয়েছে।

Link copied!