ভারতের নির্বাচন: ভোটগ্রহণের মধ্যেই উঠল বিস্ফোরক অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১, ২০২৪, ১২:৩৯ পিএম

ভারতের নির্বাচন: ভোটগ্রহণের মধ্যেই উঠল বিস্ফোরক অভিযোগ

ছবি: সংগৃহীত

ভারতের চলমান লোকসভা নির্বাচনের সপ্তম অর্থাৎ শেষ ধাপের ভোটগ্রহণ সকাল সাতটায় শুরু হয়েছে। শেষ হবে সন্ধ্যা ছয়টায়। আজকের ভোট শেষ হলেই থাকবে ফলের অপেক্ষায় প্রহর গুনবেন প্রার্থীরা। আগামী ৪ জুন ভোটের ফল প্রকাশ করা হবে।

এদিকে ভোটের ফল প্রকাশের আগেই বিস্ফোরক অভিযোগ তুলেছে ‘চ্যাট জিপিটি’র নির্মাতা সংস্থা ‘ওপেন এআই’। তারা দাবি করছে, কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সকে (এআই) ব্যবহার করে ইসরায়েলের সংস্থা এসটিওআইসি ভারতের লোকসভা নির্বাচন প্রভাব খাটানোর চেষ্টা করছিল। তবে সেই চেষ্টা রুখে দিয়েছে ওপেন এআই।

বলা হয়েছে, জিরো জেনো নামে এক প্রচারণা চালিয়ে ভারতের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করে ইসরায়েলের সংস্থা এসটিওআইসি। এতে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) বিরোধিতা করে ও ভারতীয় জাতীয় কংগ্রেসকে সমর্থন করে যেসব মন্তব্য আসছে, সেগুলো প্রচারের চেষ্টা করা হয়।

ওপেন এআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান বলেন, “এই প্রচারণায় ওপেনএআইয়ের শক্তিশালী ল্যাঙ্গুয়েজ মডেলগুলো কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল, আর্টিকেল ও কমেন্ট তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমালোচনা করা হয়েছে ও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রশংসা করা হয়েছে।”

ওপেন এআই বলছে, ইসরায়েলি সংস্থার এই প্রচারণা রুখে দিয়েছে তারা। মে মাসে এই কর্মকাণ্ড নিয়ে সংস্থাটি কাজ শুরু করলে সেটা টের পায় ওপেন এআই। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক ফলে প্রভাব ফেলতে এবং জনমতকে প্রভাবিত করতে গোপন এই প্রচারণা চলেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Link copied!