পর্যটন ইস্যুতে বাড়ছে ভারত-মালদ্বীপ উত্তেজনা

তিথি চক্রবর্তী

জানুয়ারি ১১, ২০২৪, ১২:০৪ এএম

পর্যটন ইস্যুতে বাড়ছে ভারত-মালদ্বীপ উত্তেজনা

সংগৃহীত ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মালদ্বীপের তিন মন্ত্রী ‘অবমাননাকর’ মন্তব্য করেছিলেন। এর প্রতিবাদস্বরূপ ভারতের দ্বিতীয় বৃহৎ অনলাইন ট্রাভেল বুকিং প্ল্যাটফর্ম ‘ইজিমাইট্রিপ’ মালদ্বীপে তাদের সব ফ্লাইট বুকিং স্থগিত করেছে। পর্যটক নির্ভর দেশ মালদ্বীপের জন্য যেটি বড় ধাক্কা হয়ে উঠতে পারে।

বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ভারত মহাসাগরের এই ছোট্ট দ্বীপরাষ্ট্রটির মোট আয়ের এক-তৃতীয়াংশ আসে পর্যটন খাত থেকে। আর প্রতিবছর ভারত ও রাশিয়া থেকে সবচেয়ে বেশি পর্যটক মালদ্বীপে যান।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মোদি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ সফর করেন। তিনি তাঁর এই সফরের কিছু ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। তিনি ভারতীয়দের মালদ্বীপের বদলে এই দ্বীপে ভ্রমণের আহ্বান জানান। এরপরই মালদ্বীপের তিন মন্ত্রীসহ কয়েক নেতা মোদিকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য করেন।

মন্ত্রীদের ‘অবমাননাকর’ মন্তব্য নিয়ে খোদ মালদ্বীপেই ব্যাপক সমালোচনা শুরু হয়। দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এসব মন্তব্যকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেন। তিনি তাঁর দেশের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সরকারকে এমন মন্তব্য থেকে দূরে রাখতে বলেন।

‘অবমাননাকর’ মন্তব্যের জেরে অনেক ভারতীয় তাঁদের পূর্বনির্ধারিত মালদ্বীপ সফর বাতিল করার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান।

এমন প্রেক্ষাপটে মালদ্বীপের মুইজ্জু সরকার ‘অবমাননাকর’ মন্তব্যকারী তিন মন্ত্রীকে বরখাস্ত করে। এছাড়া এই মন্তব্যের জেরে ভারতে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার ইব্রাহিম সাহেবকে তলব করেছে নয়াদিল্লি।

ঐতিহ্যগতভাবে দিল্লি ও মালে বন্ধু এবং দুই দেশের মধ্যে বরাবরই সুসম্পর্ক বজায় থাকে। কিন্তু এবার সেই ধারায় ছেদ পড়ার কারণ মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। গত বছর নভেম্বরে নির্বাচনে জিতে দেশটির ক্ষমতায় বসেন চীনঘেঁষা মুইজ্জু। তিনি নির্বাচনের শুরু থেকেই মালদ্বীপকে ভারতের প্রভাব মুক্ত করার (ইন্ডিয়া আউট) প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রতিশ্রুতি দিয়েই তিনি ভোটে জিতেছেন এবং ক্ষমতা গ্রহণের পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজও শুরু করেছেন। তিনি মালদ্বীপে নিরাপত্তা কাজে নিয়োজিত ভারতীয় সেনাদের দেশত্যাগের নির্দেশ দিয়েছেন।

Link copied!