মার্চ ৫, ২০২৪, ০২:২০ পিএম
সামরিক ক্ষেত্রে চীনের নিঃশর্ত সহযোগিতা চুক্তি সইয়ের দিনই মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু সাফ জানিয়ে দিয়েছেন, ১০ মে’র পর দেশটিতে ইউনিফর্ম পরা অথবা সাধারণ নাগরিকের পরিচিতিতে সাদাপোশাকের একজন ভারতীয় সেনাকেও থাকতে দেওয়া হবে না।
দেশটিতে এক অনুষ্ঠানে এ মন্তব্যের পাশাপাশি প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, ‘কেউ কেউ গুজব ছড়াচ্ছে, সরকার নাকি ব্যর্থ। ভারতীয় সেনাদের ফেরত পাঠানো যায়নি। তারা সামরিক উর্দি ছেড়ে সাধারণ নাগরিকের পোশাকে ফিরে আসছে। এমন ধরনের ধারণা বাঞ্ছনীয় নয়। এই ধারণাকে প্রশ্রয় দেওয়াও যায় না। কারও মনে এমন কোনো সন্দেহ থাকা উচিত নয়। এমন গুজব ছড়ানো ঠিক নয়।’ খবর পিটিআইয়ের।
মালদ্বীপের গণমাধ্যমের খবরে অনুষ্ঠানে প্রেসিডেন্ট মুইজ্জুর উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয়েছে, ‘১০ মে’র পর মালদ্বীপে একজনও ভারতীয় সেনা থাকবেন না। উর্দিতে অথবা সাদা পোশাকে- কোনোভাবেই নয়। এ কথা আমি আস্থার সঙ্গে বলতে পারি।’