মে ২৫, ২০২৪, ১০:৩০ এএম
ইসরায়েলকে গাজার রাফাহ শহরে হামলা বন্ধের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, শুক্রবার (২৪ মে) হেগভিত্তিক জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইসরায়েলকে এই নির্দেশ দেন।
আইসিজের প্রধান বিচারপতি নওয়াফ সালাম বলেন, “রাফাহ শহরে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের যে কোনও হামলা বন্ধ করতে হবে। যে হামলায় গাজার ফিলিস্তিনি ও তাদের অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। যথাশীঘ্র সেখানে ইসরায়েলি সৈন্যদের হামলা বন্ধ করতে হবে।”
এর আগে রাফাহ শহরে ইসরায়েলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হয় দক্ষিণ আফ্রিকা। গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে দাবি করে দেশটি সেখানে হামলা বন্ধের আবেদন জানায়। এই আবেদন আমলে নিয়ে শুক্রবার এই নির্দেশ দেন আদালত।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। এছাড়া ২৫২ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। হামাস নির্মূলের নামে গাজায় হামলা শুরু করে ইসরায়েল।
গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলায় অন্তত ৩৫ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশির ভাগই নারী ও শিশু।