ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২৩, ০২:০০ এএম

ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার

সংগৃহীত ছবি

ইসরায়েলের বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ উপদেষ্টা সাইদ রাজি মৌসাভির মৃত্যু হয়েছে।

সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে ইসরায়েলের বিমান হামলায় তাঁর মৃত্যু হয়।

সাইদ রাজি মৌসাভির মৃত্যুর খবর নিশ্চিত করে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, দামেস্কের উপকণ্ঠের জেইনাবিয়া জেলায় ‘ইহুদিবাদী শাসকদের’ হামলায় মৌসাভি নিহত হয়েছেন।

তবে সাইদ রাজি মৌসাভির মৃত্যুর ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সিরিয়ায় রেভল্যুশনারি গার্ড কোরের সবচেয়ে অভিজ্ঞ উপদেষ্টা হিসেবে আখ্যায়িত করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিয়মিত সংবাদ প্রচার বাতিল করে মৌসাভির মৃত্যুর খবর প্রচার করছে।

সাইদ রাজি রেভল্যুশনারি গার্ডের এলিট বাহিনী কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির অন্যতম ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন। সোলাইমানি ২০২০ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন। সিরিয়ায় ইরানের শীর্ষ কমান্ডার হিসেবে কাজ করতেন সাইদ রাজি মৌসাভি। তিনি সিরিয়া ও ইরানের মধ্যকার সামরিক জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করতেন।

Link copied!