হামাস নির্মূলে অপারগতা স্বীকার করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২০, ২০২৪, ১০:৩৬ এএম

হামাস নির্মূলে অপারগতা স্বীকার করল ইসরায়েল

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নির্মূলে অপারগতা স্বীকার করে নিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ড্যানিয়েল হাগারি। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল ১৩-কে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে এখনও পর্যন্ত গোষ্ঠীটিকে নির্মূল করতে পারেনি তারা। বরং হামাস নির্মূলে অভিযান পরিচালনা করতে গিয়ে হাজার হাজার বেসামরিক লোকের প্রাণ নিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র হাগারি বলেন, “হামাস একটি মতাদর্শ। একটা মতাদর্শ নির্মূল করা সম্ভব নয়। আমরা হামাসকে শেষ করতে যাচ্ছি- এটা বলা মানে মানুষের চোখে ধূলা দেওয়া। আমরা বিকল্প ব্যবস্থা না নিলে শেষ পর্যন্ত হামাস থাকবে।”

তবে ড্যানিয়েল হাগারির এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। দেশটির প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভা হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস করাকে যুদ্ধের অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচনা করছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এর বাইরে যেকোনও দাবি প্রাসঙ্গিক নয়।”

গাজায় ৮ মাস ধরে চলমান যুদ্ধে সবশেষ নিহতের সংখ্যা ৩৭ হাজার ৪৩১। আহতের সংখ্যা ৮৫ হাজার ৬৫৩।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

Link copied!