গাজার আল-কুদস হাসপাতাল খালি করতে বলেছে ইসরায়েল

বিবিসি

অক্টোবর ৩০, ২০২৩, ১১:০৫ এএম

গাজার আল-কুদস হাসপাতাল খালি করতে বলেছে ইসরায়েল

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজার দ্বিতীয় বৃহত্তম আল-কুদস হাসপাতাল খালি করতে বলেছে ইসরায়েল। গাজার রেড ক্রিসেন্টের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে বলা হয়েছে, এ নির্দেশ মানা সম্ভব নয়।

রেড ক্রিসেন্ট জানিয়েছে, হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অনেক রোগী আছেন। অনেক শিশুকে ইনকিউবেটরে রাখা হয়েছে। তাদের অন্যত্র স্থানান্তর করা সম্ভব নয়।

এ ছাড়া আল-কুদস হাসপাতাল ও এর প্রাঙ্গণে গাজার প্রায় ১৪ হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন। ইসরায়েলের পক্ষ থেকে সেখানে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গতকাল রোববার দিনভর আল-কুদস হাসপাতালের আশপাশের এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটি জানিয়েছে, এসব হামলায় কয়েকজন ‘সন্ত্রাসীকে’ হত্যা করা হয়েছে।

এদিকে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার টার্কিশ-প্যালেস্টিনিয়ান ফ্রেন্ডশিপ হাসপাতালের আশপাশে কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। হাসপাতালটির পরিচালক সুভি সুকেয়েক জানান, হামলায় হাসপাতালের ‘উল্লেখযোগ্য ক্ষতি’ হয়েছে।

এটি গাজার একমাত্র হাসপাতাল, যেখানে ক্যানসারের চিকিৎসার সুবিধা রয়েছে। গাজায় প্রায় ৯ হাজার ক্যানসার রোগী আছেন। তবে জ্বালানিসংকটে হাসপাতালটির অনেক কার্যক্রম ইতিমধ্যে গুটিয়ে আনতে হয়েছে।

Link copied!