এবার হামাসের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ১১:৪৬ এএম

এবার হামাসের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করলো ইসরায়েল

হামাসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করার জন্য গাজায় জিম্মি করা ইসরায়েলিদের পরিবার হেগের আন্তর্জাতিক আদালতে মামলা করলো। গতকাল বুধবার এই মামলা দায়ের করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিসির কার্যালয়ে গত বুধবার হামাসকে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করে মামলা দায়ের করে। সাধারণত আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) দেশ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কাজ করে এবং আইসিসি ব্যক্তি বা গোষ্ঠী নিয়ে কাজ করে।

ইসরায়েল বিশ্বাস করে ১৩৪ ইসরায়েলি এখনও গাজায় আটক রয়েছেন। সোমবার এক অভিযানে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজার রাফায় ২ জিম্মিকে মুক্ত করেছে।

উল্লেখ্য, ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস একটি ইসরায়েলে অভ্যন্তরে হামলা চালিয়ে প্রায় ১ হাজার ২০০ লোককে হত্যা করে। এসময় হামাস ২৩৯ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। পরে গাজায় আক্রমণ চালায় ইসরায়েল। নিহত হয় ২৮ হাজার ৪০০ ফিলিস্তিনি। পাশাপাশি গাজায় চালানো হয় ব্যাপক ধ্বংসযজ্ঞ।

Link copied!