ফিলিস্তিনের গাজায় গণহত্যা ঠেকাতে এবং বেসামরিক ফিলিস্তিনিদের সহায়তা দিতে ইসরায়েলকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
শুক্রবার (২৬ জানুয়ারি) নেদারল্যান্ডসের হেগ শহরে আইসিজে এই আদেশ দেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্স জানায়, আন্তর্জাতিক আদালত ইসরায়েলকে গাজা উপত্যকায় মৃত্যু ও ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টা করার নির্দেশ দিলেও কোনো ধরনের যুদ্ধবিরতির আদেশ দেননি।
ইসরায়েল গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তার ক্ষমতার মধ্যে থাকা সমস্ত ব্যবস্থা গ্রহণের আদেশ পালনের জন্য কী করছে, তা এক মাসের মধ্যে আদালতকে জানাতেও দেশটিকে নির্দেশ দেওয়া হয়।
আজকের রায়ে বিচারকরা বলেছেন, ইসরায়েলকে অবশ্যই তার সেনাদের গণহত্যা থেকে বিরত রাখতে তার ক্ষমতার মধ্যে সব ব্যবস্থা নিতে হবে, শাস্তি দিতে হবে এবং মানবিক পরিস্থিতি উন্নয়নে ব্যবস্থা নিতে হবে।
আইসিজে প্রেসিডেন্ট জোন ডনাহিউ বলেন, “আদালতের এই রায় ইসরায়েলের জন্য আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা তৈরি করেছে।”
রায় পড়ার সময় আইসিজে প্রেসিডেন্ট বলেন, “আদালত ফিলিস্তিনিদের গণহত্যা থেকে রক্ষা পাওয়ার অধিকারকে স্বীকৃতি দেন। গাজা উপত্যকায় জরুরিভাবে প্রয়োজনীয় মৌলিক পরিষেবা এবং মানবিক সহায়তার ব্যবস্থা করতে ইসরায়েলকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
আইসিজে প্রেসিডেন্ট বলেন, “গণহত্যার এ মামলার জন্য বিতর্কিত যথেষ্ট প্রমাণ রয়েছে। গাজায় গণহত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে করা মামলাটি আদালত বাদ দিয়ে দেবেন না।”
প্রসঙ্গত, জাতিসংঘের সর্বোচ্চ আইনি সংস্থা আইসিজে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত এই আদালত দুই দেশের মধ্যে বিরোধ মেটাতে পদক্ষেপ নিয়ে থাকেন। আইসিজের দেওয়া সিদ্ধান্ত মেনে চলার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তবে তা মানার জন্য কোনো দেশের ওপর খুব কম শক্তিই খাটাতে পারেন এই আদালত। আইসিজের আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই।