আরও ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল, হামাস ছাড়ল ৮ জিম্মিকে

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৩, ০৯:৫৮ এএম

আরও ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল, হামাস ছাড়ল ৮ জিম্মিকে

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়াদের আনন্দ।

ইসরায়েল থেকে জিম্মি করে আনা আরও ৮ জনকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে ইসরায়েলি কারাগারে বন্দী থাকা আরও ৩০ ফিলিস্তিনিকে ছেড়ে দিয়েছে।

দেড় মাস ধরে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলার পর গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো চার দিনের যুদ্ধবিরতি শুরু হয় গাজায়। প্রথম দফা শেষে যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই দিন বাড়াতে একমত হয় দুই পক্ষ। এরপর গত মঙ্গলবার শুরু হয় আরও দুই দিনের যুদ্ধবিরতি।

এই যুদ্ধবিরতি শেষ হয় গত বুধবার। কিন্তু যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে আলোচনা চালিয়ে যায় মধ্যস্থতাকারী কাতার ও মিসর। এর জেরে গতকাল আরও এক দিনের জন্য বাড়ে যুদ্ধবিরতির মেয়াদ। এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা বৃহস্পতিবার।

অপরদিকে, গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঘটা সেই হামলায় তিন ইসরায়েলি নিহত এবং আহত হয়েছে বেশ কয়েকজন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সকাল পৌনে ৮টায় জেরুজালেমের এক জনাকীর্ণ বাস স্টপেজে দুই অস্ত্রধারী এই হামলা চালায়।

গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবরের পর ইসরায়েলি হামলায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৬ হাজারের বেশি শিশু রয়েছে।

Link copied!