ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি এবার বাস্তবে অনুভব করতে পারছে ইসরায়েল। এর আগে দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ‘যারা আমাদের ক্ষতি করবে, আমরা তাদের ওপর হামলা করবো।’ শনিবার দিবাগত রাতে ইরান ইসরায়েলে হামলা শুরুর পরিপ্রেক্ষিতে এখন সেই পথেই এগোবে নেতানিয়াহু প্রশাসন।
ইরানের হামলার পর মুখ খুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট থাকলে ইসরায়েলে এই হামলা হতো না। এটা সবাই জানে।’
ইসরায়েলে ইরানের পাল্টা হামলার প্রতিক্রিয়ায় নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য প্রার্থনা করছে, ক্ষতিগ্রস্তদের আমরা আমাদের নিরঙ্কুশ সমর্থন জানাচ্ছি।’
উল্লেখ্য, গত ১ এপ্রিল দামেস্কে কনস্যুলেটে হামলার পর ইরান একের পর এক হুঁশিয়ারি দিয়ে আসছিল। এর মধ্য দিয়েই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইউরোপীয় মিত্ররা ইরানের পাল্টা হামলার বিষয়ে আঁচ করতে পেরেছিল। এরপর গতকাল শনিবার দিবাগত রাতে ইসরায়েলে হামলা করে বসে ইরান। তেল আবিব, জেরুজালেমসহ বেশ কয়েকটি শহর আক্রান্ত হয়।
সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল