জুলাই ৮, ২০২৪, ১০:৩৯ এএম
গাজার হলি ফ্যামিলি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় শ্রম উপমন্ত্রী এহাব আল-গুসেইনসহ ৪ ফিলিস্তিনি নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গতকাল রোববার (৭ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছে। স্কুল লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার পর চারজনের মরদেহ ও বেশ কয়েকজন আহত ফিলিস্তিনিকে উদ্ধার করেছে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স ডিরেক্টর।
২০২০ সাল থেকে গাজার শ্রম উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন আল-গুসেইন। এর পাশাপাশি গাজার উত্তরাঞ্চলের সিভিল সার্ভিসের জরুরি কমিটির প্রধান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও ছিলেন তিনি। একজন স্থানীয় কর্মকর্তা বলেন, “৩ মাস আগে গাজা সিটি ও উত্তর গাজায় হামাস সরকারের কার্যক্রম পরিচালনায় নিযুক্ত হন ইসরায়েলি বিমান হামলায় নিহত আল-গুসেইন।”
ইসরায়েলি বাহিনী জানায়, গাজার ওই এলাকায় সন্ত্রাসী তৎপরতা বন্ধের জন্য তারা স্কুল ভবনটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। কিন্তু আল-গুসেইন মৃত্যুর ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি। এই নিয়ে পর পর দুই দিন গাজার দুটি স্কুলে বিমান হামলা করল ইসরায়েলি বাহিনী।
এর আগে গত ৬ জুলাই নুসেইরাত শরণার্থী ক্যাম্পে জাতিসংঘ পরিচালিত আল-গাউনি স্কুলে বিমান হামলা করে ১৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত আরও ৭৫ জন আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা, বিবিসি