আলজাজিরার ব্যুরো বন্ধ করে দিতে চায় ইসরায়েলি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৩, ০১:৫৫ এএম

আলজাজিরার ব্যুরো বন্ধ করে দিতে চায় ইসরায়েলি মন্ত্রী

ছবি: সংগৃহীত

ইসরায়েলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার স্থানীয় ব্যুরো বন্ধ করে দেওয়ার কথা বলছেন ইসরায়েলি তথ্যমন্ত্রী শ্লোমা করহি। 

আজ রবিবার আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের যোগাযোগমন্ত্রী বলেন, তিনি আলজাজিরার স্থানীয় ব্যুরোকে বন্ধ করার চেষ্টা করছেন।

তিনি গণমাধ্যমটিকে হামাসপন্থী উসকানি দেওয়ার এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্ভাব্য আক্রমণের তথ্য প্রকাশের জন্য অভিযুক্ত করেছেন।

শ্লোমা কারহি বলেছেন, আলজাজিরা বন্ধ করার প্রস্তাবটি ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা ও আইন বিশেষজ্ঞরা যাচাই করার পর তিনি মন্ত্রিসভায় উত্থাপন করবেন।

তিনি আরও বলেন, এই সংবাদমাধ্যমটি উসকানিমূলক খবর দেয়। ইসরায়েলি সেনাদের সমাবেশস্থলের ভিডিও প্রচার করে। ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে উসকানি দেয়। এটি প্রোপাগান্ডা মাউথপিস (মুখপত্র) হিসেবে কাজ করে।

ইসরায়েলি মন্ত্রী আরো বলেন, ‘এটি অযৌক্তিক যে হামাসের মুখপাত্রের বার্তা এই স্টেশনের মাধ্যমে প্রচার হয়। আমি আশা করি, আমরা আজ এটি শেষ করব।

পরবর্তী বিবৃতিটি মন্ত্রিসভার আলোচনা বা বন্ধের বাস্তবায়নের কথা উল্লেখ করেছে কি না তা পরিষ্কার ছিল না।
এ বিষয়ে আলজাজিরা ও দোহার সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য দেয়নি।

Link copied!