অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে এক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে রক্তাক্ত অবস্থায় জিপ গাড়ির সামনের অংশে বেঁধে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়েছে। উঠেছে প্রটোকল ভঙ্গেরও অভিযোগ। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, ওই ফিলিস্তিনিকে গাড়ির সামনে বেঁধে রাখার ঘটনায় প্রটোকল ভঙ্গ করা হয়েছে।
যাকে জিপে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে, ওই ফিলিস্তিনির নাম- মুজাহিদ আজমি। তিনি এখন রেড ক্রিসেন্টে চিকিৎসাধীন রয়েছেন।
বর্বরোচিত ও মধ্যযুগীয় এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, জেনিন শহরে অভিযান চলাকালীন গোলাগুলি হয়। এতে সন্দেহভাজন ওই ফিলিস্তিনি আহত হন।
আহত ওই ফিলিস্তিনির পারিবারিক সূত্র জানায়, তারা একটি অ্যাম্বুলেন্স খুঁজছিলেন। তখন সেনাবাহিনী তাকে ধরে জিপের হুডের ওপর (সামনের অংশ) বেঁধে ফেলে। এরপর গাড়ি চালানো শুরু করে।
ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে আইডিএফ।
সূত্র: বিবিসি