লেবাননজুড়ে ইসরায়েলের হামলা অব্যাহত, নিহতের সংখ্যা ৭০০ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২৪, ১১:০০ এএম

লেবাননজুড়ে ইসরায়েলের হামলা অব্যাহত, নিহতের সংখ্যা ৭০০ ছাড়ালো

লেবাননে ইসরায়েলের সর্বশেষ হামলায় নিহত হয়েছে আরও ৯২ জন । এ নিয়ে  গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেল।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলের বিমান হামলায় লেবাননে গত ২৪ ঘণ্টায় আরও ৯২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় ।

বিবৃতিতে লেবানন বলেছে, ইসরায়েলি হামলায় দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহর ও গ্রামে ৪০ জন, পূর্বাঞ্চলের দুটি এলাকায় ৪৮ জন এবং মধ্য মাউন্ট লেবানন গভর্নরেটের পূর্বে চারজন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলায় এদিন মোট ১৫৩ জন আহত হয়েছেন।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননে উত্তেজনা কমানোর ক্রমবর্ধমান আহ্বান প্রত্যাখ্যান করেছেন এবং হিজবুল্লাহর বিরুদ্ধে “পূর্ণ শক্তি” দিয়ে আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেছেন, “যতক্ষণ না হিজবুল্লাহ সীমান্তজুড়ে রকেট নিক্ষেপ বন্ধ না করে, ততক্ষণ হামলা চলবে।”

Link copied!